পৃষ্ঠাসমূহ

ইবাদাত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইবাদাত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দাড়ি কামানো – আধুনিক মেয়েলিপনা


রহমান ও রহিম, দয়ালু আল্লাহ্‌ তায়ালার নামে


সংজ্ঞাঃ গাল ও গালের নিচের অংশে হওয়া চুলকে দাড়ি (আরবীতে লিয়াহ) বলা হয়। কপালের পাশে, নিচের ঠোঁটের আশপাশে, থুতনি ও চোয়ালে গজানো চুলও দাড়ির অনর্ভুক্ত।  

দাড়ির ব্যাপারে ইসলামের বিধান

যাদের দাড়ি উঠেছে, তা রাখা তাদের জন্য ওয়াজিব (অবশ্য কর্তব্য)সুন্নাহ য় দাড়ির ব্যাপারে পর্যাপ্ত উদাহরণ রয়েছে (নিচে দেয়া হবে) এবং উলামাগন সকলেই এ ব্যাপারে একমত। তাই এখনকার কিছু নতুন নজরে আসা শাইখদের দুর্বল ফতওয়া শুনে আমাদের বিভ্রান্ত হওয়া উচিত নয়। কেননা এরা এ কাজটি নিজেদের লাভের জন্যই করছে। আর এটা করে তারা মানুষকে নিয়ে যাচ্ছে ভুল পথে। যখন রাসুল (সা) বলেছেন-

"যে কোন ভাল কাজ শুরু করে, সে পুরস্কার পাবে। সাথে সাথে যারা তার অনুসরন করে তাদের কাজের সমান সওয়াবও রবে তার জন্য। আর যে খারাপ কোন কাজ শুরু করে সেটার বোঝা তাকেই বইতে হবে। সাথে সাথে তাদের কাজের বোঝাও যারা তার অনুসরন করে একই কাজ করেছে।" [মুসলিম]

সহজ আমল, অধিক পুরষ্কার।

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
তাদের জন্য কত বড় পরিতাপের বিষয় যারা সুযোগকে নষ্ট করে!
) আত্নীয়তার সম্পর্ক রক্ষা করাঃযে ব্যক্তি আশা করে যে তার রিযিক বৃদ্ধি পাক এবং তার জীবন দীর্ঘ হোক, সে যেন তার আত্নীয়তার সম্পর্ক রক্ষা করে।”(আল-বুখারি এবং মুসলিম)


) মহান দুই হারামে(মক্কা এবং মদিনা)বেশি বেশি সালাত আদায় করাঃআমার মসজিদে সালাত পড়া অন্য যেকোন মসজিদে হাজার বার সালাত পড়ার চেয়ে উত্তম, তবে মসজিদুল হারাম(মক্কা) ব্যতিত, এবং মসজিদুল হারামে সালাত পড়া অন্য যেকোন মসজিদে একলক্ষ বার সালাত পড়ার চেয়ে উত্তম।”(আহমদ এবং ইবনে মাজাহ)

ফল হাতে প্রবেশ নিষেধ!

কিছুদিন আগে একটা চিঠি পেলাম। লেখক চিঠিতে নিজের জীবনে যেসব দুঃখ-দুর্দশার মুখোমুখি হচ্ছেন, এবং যেগুলো তার কাছে মনে হচ্ছে অন্তহীন, সেগুলো নিয়ে তার অসন্তোষ প্রকাশ করছিলেন। চিঠিতে একটা লাইন ছিলোঃ

 “আমি ক্রুদ্ধ ... কেন আল্লাহ্‌ আমার দু’আ শুনছেন না? কেন?”

তার চিঠিটা পড়ার পর, সিদ্ধান্ত নিলাম তার জবাব হিসেবে এই লেখাটা লেখার। দুঃখজনক হলেও সত্যি এধরনের প্রতিক্রিয়া আমাদের মধ্যে খুবই প্রচলিত। এবং এরকম হওয়ার কারণ হলো, দু’আ (আল্লাহ্‌র কাছে কোন কিছু চাওয়া) কীভাবে কাজ করে সেই সম্পর্কে আমাদের মারাত্মক ভুল ধারণা রয়েছে।

একটি নিয়ম : তারিক মেহান্না

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

এখানে আসার পরপরই আমাকে 'ইনমেইট হ্যান্ডবুক( Inmate Handbook)' নামে একটা বই ধরিয়ে দেওয়া হয়। এটা মূলত এই জেলের নিয়মকানুন নিয়ে পঞ্চাশ পৃষ্ঠার একটা বই। বইটির মধ্যে একটি নিয়ম ছিল এমন:
'পরিষ্কার ও টানটান করে বিছানা গোছাতে হবে। বিছানার চাদর কুঁচকে থাকা চলবে না। মাথার দিক থেকে মোটামোটি ১৬ ইঞ্চি পর্যন্ত চাদর বিছিয়ে বাকিটুকু গুটিয়ে রাখতে হবে। সব বিছানা সকাল ৭.৩০ মিনিটের মধ্যে গুছিয়ে পর্যবেক্ষণের জন্য প্রস্তুত রাখতে হবে।'

এক মিনিটে আপনি কি কি আমল করতে পারেন।




প্রশ্ন: আমরা অফিসে বা কর্মস্থলে ইবাদত-বন্দেগী ও নেককাজের তেমন কোন সময় পাই না। অফিসের পর বাকী সামান্য সময় পাই এর মধ্যে আমরা কি কি আমল করতে পারি এবং এ সময়কে কিভাবে কাজে লাগাতে পারি?

উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
সময় মানুষের জীবন। সময়কে কখনো অপচয় হতে বা অকাজে নষ্ট হতে দেয়ার মত নয়। প্রজ্ঞাবান ও বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার সময়ের সদ্ব্যবহার করে। তাই বুদ্ধিমান ব্যক্তি সময়কে অহেতুক কাজে বা অর্বাচীন কথায় ব্যয় করে না। বরং তিনি সময়কে প্রশংসনীয় উদ্যোগ ও ভাল কাজের মধ্যে সীমাবদ্ধ রাখেন। যে কাজ আল্লাহকে সন্তুষ্ট করে এবং মানুষের উপকার বয়ে আনে। জীবনের প্রতিটি মিনিটে আপনি একটি করে প্রস্তর স্থাপন করতে পারেন যা আপনার মর্যাদার ভবনকে উচ্চকিত করবে এবং যা দিয়ে আপনার জাতি সৌভাগ্যমণ্ডিত হতে পারবে।