পৃষ্ঠাসমূহ

ইসলামী জিজ্ঞাসা ও তার জবাব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইসলামী জিজ্ঞাসা ও তার জবাব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ইয়েমেনী জনতা এবং তাদের সহযোগিতা – শাইখ আবু মুহাম্মদ আল-মাকদিসি


প্রশ্নঃ  আব্দুল্লাহ আমাদের নিকট বর্ণনা করেছেন যে আল-মুনথার বিন নু‘আম আল-আফতাস থেকে আবি থানা আবদ আর্-রাজ্জাক বর্ণনা করেছেন যে তিনি বলেছেনঃ ‘‘আমি ওহাবকে বলতে শুনেছি যে ইবনে আব্বাস (রাদিআল্লাহু আনহু) বলেছেন, নবী মুহাম্মদ (সা) বলেছেনঃ ‘‘বারো হাজার সৈন্য সহ একদল সৈন্যবাহিনী আদন-আবইয়ান থেকে আর্বিভূত হবে। তারা আল্লাহ এবং তাঁর রসূলকে বিজয়ী করবে; আমার এবং তাদের মাঝে তারা হচ্ছে সবচেয়ে উত্তম’।’’

আমাদের সম্মানিত শাইখ আবু মুহাম্মদ আল-মাকদিসি, আল্লাহ্ তাঁকে ও আত্-তাওহীদ ওয়াল জিহাদ ফোরামের ভাইদের রক্ষা করুন, আল্লাহ আপনাদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। নিম্নে যা বর্ণিত হলোঃ

আপনার কাছে সাম্প্রতিক ইয়েমেনের বিভিন্ন এলাকা ও সম্প্রসারিত প্রদেশ আবইয়ান-এ তাওহীদের যোদ্ধা এবং শির্ক ও অন্ধকারের যোদ্ধাদের মধ্যে সংর্ঘষের খবর পৌঁছেছে । আমরা এ ঘটনার ফলাফল প্রত্যক্ষ করছি। আল্লাহর সাহায্য ও তাঁর রহমত তাওহীদের আহবানকারীদের প্রতি এবং সর্বদিক থেকে আর্বিভূত শাবাবদের (যুবকদের) সাহায্য ও সমর্থন কল্পনাতীত।

শাইখের প্রতি আমার প্রশ্ন হচ্ছে, সামাজিকভাবে, ভৌগলিকভাবে, ঐতিহাসিকভাবে এ অঞ্চলের পরিচিতির সাথে সাথে…অনেক হাদীস এ ব্যাপারে বর্ণিত হয়েছে যার সত্যতা ও বর্ণনার দায়িত্বের ব্যাপারে এই উম্মাহর মুজাহিদ কোন শাইখই গবেষণা করেননি। আমরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছি ইন্টারনেট সহ বিভিন্নভাবে ও বিভিন্ন উপায়ে অনুসন্ধান চালানোর পর কিন্তু আমাদের সময় ও চেষ্টা কোন কাজে আসেনি।

প্রিয়নবীর অপমানে! শরিয়া বিধান, আপনার জিজ্ঞাসা এবং শান্তিপ্রিয়তায় চপেটাঘাত!

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যখন বিদ্রুপ ও তামাশা শুরু হয় তখন তা স্বাভাবিকভাবেই একজন মুসলিমের ক্রোধ ও ঘৃণা উদ্রেক করে । কিন্তু একই সাথে এ বিষয়টি একটি শুভ লক্ষণ নিয়ে আসে, আর তা হচ্ছে কুফফারদের আসন্ন পরাজয় এর বার্তা।

আল্লাহতালা বলেন,
“বিদ্রুপকারীদের জন্যে আমিই আপনার পক্ষ থেকে যথেষ্ট।“ (সুরা আল হিজর ১৫, ৯৫)

“যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।“ (সুরা আল কাউসার ১০৮,৩)

"আমাকে বিয়ের প্রস্তাবকারী ছেলে আমার হিযাব পরাকে মেনে নিচ্ছে না, আমি কি তার সাথে সম্পর্ক করব; নাকি প্রত্যাখ্যান করব?"

প্রশ্ন: আমি তিউনিসিয়ার অধিবাসী একজন ধার্মিক মেয়ে। আমার সমস্যা হচ্ছে- আমাকে বিয়ের প্রস্তাবকারী ছেলে আমার হিযাব পরাকে মেনে নিচ্ছে না, এমনকি সেটা যদি আধুনিক যুগের হিযাব হয় সেটাও না। আমার প্রশ্ন হচ্ছে- আমি কি তার সাথে সম্পর্ক করব; নাকি প্রত্যাখ্যান করব? উল্লেখ্য, অধিকাংশ তিউনিসিয়ান ছেলে এ ধরনের মানসিকতার হয়ে থাকে।

উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
সম্মানিত বোন, আপনার জন্য আমাদের উপদেশ হচ্ছে- পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত মানুষের জন্য আল্লাহর দেয়া উপদেশ। যে উপদেশের মধ্যে দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ তাআলা বলেন:

“বস্তুতঃ আমি নির্দেশ দিয়েছি তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে – ‘তোমরা সবাই আল্লাহকে ভয় কর।’[সূরা নিসা, আয়াত: ১৩১]

মুসলিম সভ্যতা পিছিয়ে পড়েছে কেন?



প্রশ্নঃ আজকের যুগে আমরা দেখতে পাই যে পাশ্চাত্য আমাদের থেকে অনেক বিষয়েই বেশ এগিয়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেছেনঃ “হে বানী ইসরাইল! আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি তা স্মরণ কর এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে সমগ্র পৃথিবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি” [আল-বাক্বারা ২:৪৭]। আল্লাহ রব্বুল ‘আলামীন ইয়াকুব (আঃ)-এর বংশধরদের উপর এই যে রহমত বর্ষণ করলেন তা কি আমাদের এই যুগে রহিত হয়ে গেছে নাকি তা পুনরুত্থান দিবসের আগ পর্যন্তই চলবে? যদি রহিত হয়ে গিয়ে থাকে তবে কেন পশ্চিমারা আজ আমাদের থেকে এত বেশি এগিয়ে? আমাদের আরবদের কোন যোগ্যতাটার অভাব? চিন্তা, আবিষ্কার ও উৎপাদনের ক্ষেত্রে পশ্চিমাদের থেকে এগিয়ে যেতে কীসে আমাদের ঠেকিয়ে রেখেছে

একজন পুণ্যবান বান্দা হওয়ার পরও কিভাবে কুরআনে এই সম্ভাবনার কথা বলা হল যে, ইউসুফ (আঃ) আল আযীযের স্ত্রীর প্রতি দুর্বল হয়ে পড়তেন ? যদি না...

প্রশ্ন : সুরা ইউসুফের ২৪ নং আয়াত সেই মহিলা তার প্রতি ( অসৎ কাজের)
ইচ্ছা/ সংকল্প করেছিল এবং সেও তার ( সেই মহিলার) প্রতি ইচ্ছা করেই ফেলত /দুর্বল হয়ে পড়ত” – এর তাফসীর কি? যদি ইউসুফ (আঃ)একজন ন্যায়নিষ্ঠ / পুণ্যবান বান্দা হয়ে থাকেন এবং তিনি আল আযীযের স্ত্রীর কু প্রস্তাবকে প্রত্যাখ্যানই করেন, তবে কিভাবে তিনি সেই মহিলার খারাপ সংকল্পের প্রতি প্রায় দুর্বল/ আসক্ত হয়ে যেতে নিয়েছিলেন? অর্থাৎ ক্ষণিকের জন্য হলেও এ ধরণের একটা অনুভূতি কিভাবে ওনার মনে স্থান পেতে পারল?