পৃষ্ঠাসমূহ

পরিবার ও সমাজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পরিবার ও সমাজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আমাদের নারীগণঃ এই উম্মাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।


আল-ক্বুরআনে সুরা আল-ক্বাসাসে মুসা (আ) এবং ফিরআউনের মধ্যে বিরোধের বিষয়টা উঠে এসেছে এবং  এই বিরোধীতাকে কেন্দ্র করে যে আয়াত এসেছে তা হলোঃ 

আর  আমারা চেয়েছিলাম যাদের পৃথিবীতে দূর্বল করে বানানো হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতেএবং তাদেরকে নেতা ও উত্তরাধিকারী করতে - [আল-কাসাসঃ ০৫]
আর ক্ষমতার এই স্থানান্তর একজন নারীকে দিয়ে শুরু হয়েছিল, যেখানে আল্লাহ বলেছেন- 

আর আমরা মুসার মায়ের কাছে অনুপ্রেরণা দিলাম এই বলে একে দুগ্ধপান করাও; তারপর যখন তার সম্বন্ধে আশংকা করো তখন তাকে পানিতে ভাসিয়ে দাও, আর ভয় করো না, দুঃখও করো না নিঃসন্দেহে আমরা তাকে ফিরিয়ে দিব তোমার কাছে , আর তাকে গড়ে তুলবো রাসুলগণের একজন করে – [আল-কাসাসঃ ০৭]

সফলতার ইতিবৃত্ত।




প্রশ্নঃ কিভাবে একজন মানুষ এই দুনিয়া ও আখিরাতে সফলতা ও সমৃদ্ধি লাভ করতে পারে? ইসলাম উম্মাহকে এই দুনিয়ায় কি ধরণের সফলতা বা সমৃদ্ধি অর্জনের তাগিদ দেয়? 

উত্তরঃ সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য


অন্তরের প্রশান্তি, আত্মতৃপ্তি, সুখ এবং দুশ্চিন্তা অনিশ্চয়তাবোধ থেকে  মুক্তি ... এই বিষয়গুলো  প্রত্যেকেরই কাম্য আর এগুলোই মানুষকে একটি সুন্দর জীবন উপহার দেয় এবং সেই জীবন হয় সুখের, আনন্দের। এগুলো অর্জন করার কিছু ধর্মীয় পদ্ধতি আছে, আবার কিছু প্রাকৃতিক ও বাস্তবিক পদ্ধতিও আছে। কিন্তু একমাত্র ঈমানদার ছাড়া আর কেউই এগুলোর সন্নিবেশ করতে পারে না যদিও হয়তো অনেকে এগুলোর অনেক কিছুই অর্জন করতে পারে কিন্তু তারা একসাথে এ সব কিছু অর্জন করতে পারে না।
নিচে মানুষ যে লক্ষ্যকে উদ্দেশ্য করে জীবন সংগ্রামে রত তা অর্জনের কিছু পদ্ধতি দেয়া হলো; যারা এগুলোর বেশিরভাগই অর্জন করতে পারবে তারা একটি সুন্দর ও আনন্দময় জীবন গড়ে তুলতে পারবে। যারা এগুলোর একটিও অর্জন করতে পারবেনা তাদের জীবন দুঃখ ও কষ্টে ভরা জীবনে পরিণত হবে। আর এর মাঝামাঝি অবস্থানে থাকবে তারা, যারা সেই পরিমাণ সফল হবে, যতটুকু গুণ তারা অর্জন করতে পারবে পদ্ধতিগুলো হলোঃ

"আমাকে বিয়ের প্রস্তাবকারী ছেলে আমার হিযাব পরাকে মেনে নিচ্ছে না, আমি কি তার সাথে সম্পর্ক করব; নাকি প্রত্যাখ্যান করব?"

প্রশ্ন: আমি তিউনিসিয়ার অধিবাসী একজন ধার্মিক মেয়ে। আমার সমস্যা হচ্ছে- আমাকে বিয়ের প্রস্তাবকারী ছেলে আমার হিযাব পরাকে মেনে নিচ্ছে না, এমনকি সেটা যদি আধুনিক যুগের হিযাব হয় সেটাও না। আমার প্রশ্ন হচ্ছে- আমি কি তার সাথে সম্পর্ক করব; নাকি প্রত্যাখ্যান করব? উল্লেখ্য, অধিকাংশ তিউনিসিয়ান ছেলে এ ধরনের মানসিকতার হয়ে থাকে।

উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
সম্মানিত বোন, আপনার জন্য আমাদের উপদেশ হচ্ছে- পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত মানুষের জন্য আল্লাহর দেয়া উপদেশ। যে উপদেশের মধ্যে দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ তাআলা বলেন:

“বস্তুতঃ আমি নির্দেশ দিয়েছি তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে – ‘তোমরা সবাই আল্লাহকে ভয় কর।’[সূরা নিসা, আয়াত: ১৩১]

ঘরে ইন্টারনেট সংযোগ থাকার ঝুঁকি।


এই লেখার উদ্দেশ্য বাড়ীতে ইন্টারনেট সংযোগের অপব্যাবহারের ভয়ংকর পরিণতি (বিশেষ করে শিশুদের জন্সম্পর্কে আপনাদের সচেতন করাউটপাখির মত আমরাও সাধারণত মাথা পেতে চলিনা, যুক্তির ব্যবচ্ছেদ ছাড়া কোন কথা মেনে নিতে আগ্রহী নই। তাই আসুন শয়তানের প্ররোচনার মাধ্যম হিসেবে ইন্টারনেট ও এর ব্যবহার সম্পর্কিত কিছু ঘটনা ও তথ্য উপাত্ত সততার সাথে মূল্যায়ন করা যাক।

পর্নোগ্রাফির উন্মুক্ত দ্বারঃ ইন্টারনেটে পর্নোগ্রাফিক ফাইলগুলো লাগামহীন ভাবে ছড়িয়ে পড়েছে, যার প্রচারণা হচ্ছে স্পামে, নগ্ন প্রদর্শনী এবং সার্চ ইঞ্জিনগুলোতে বিজ্ঞাপনের মাধ্যমে, আর কয়েকটা ক্লিকস করে যে কেউ প্রবেশ করতে পারে সংখ্যায় অগণিত পর্নোগ্রাফির আধার হয়ে থাকা সাইটগুলোতে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় যে, ক্রমবর্ধমানভাবে শিশুরাই পর্নোগ্রাফি বা অশ্লীল বিষয়বস্তু দ্বারা প্রভাবিত হচ্ছে। এই অশ্লীল বিষয়বস্তুগুলো যে কাউকে ঘৃণ্য ও অরুচিকর কাজে প্ররোচিত করতে পারে, এমনকি শিশুদেরকেও। শুধু পর্নোগ্রাফির মত শিল্পে পৃথিবী জুড়ে বার্ষিক রাজস্বের পরিমান ৬০ বিলিয়ন ডলারের চেয়ে বেশি, যেটা হলিউডকেও হার মানায়। লন্ডন স্কুল অফ ইকোনোমিকসের এক গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যের প্রতি ১০ জনের মধ্যে ৬ জন শিশুর নিয়মিতভাবে পর্নোগ্রাফি দেখা হত, তার মানে অধিকাংশ শিশুই

চিনির ঠোঙা, সাদা বাবু এবং বিবর্তনের বীজ

 ১. সোহেল রোজারিও:

সাদা পাঞ্জাবী গায়ে দিয়ে সোহেল মাঝে মধ্যে আমাদের সাথে জুম’আর সালাহ আদায় করত। ছোট শিশু যেমন তার বাবাকে দেখে দেখে ভুল ভুল সালাহ আদায় করে ঠিক তেমন করেই সে সালাহ আদায় করত। আমাদের মধ্যে দু‘একজন সোহেলকে কালেমার কি মানে তা বোঝানোর চেষ্টা করছিল। কেউ কেউ সোহেলকে মুসলমান হওয়ার জন্য আমন্ত্রণও করল। কেউ আবার আগ বাড়িয়ে মনে করল এই যাত্রায় সে মুসলমান হয়েই যাবে।