আল-ক্বুর’আনে সুরা আল-ক্বাসাসে মুসা (আ) এবং ফিরআউনের মধ্যে বিরোধের বিষয়টা উঠে এসেছে এবং এই বিরোধীতাকে কেন্দ্র করে যে আয়াত এসেছে তা হলোঃ
“আর আমারা
চেয়েছিলাম যাদের পৃথিবীতে দূর্বল করে বানানো হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে। এবং তাদেরকে নেতা ও উত্তরাধিকারী করতে ।“- [আল-কাসাসঃ ০৫]
আর ক্ষমতার এই স্থানান্তর একজন নারীকে দিয়ে শুরু হয়েছিল, যেখানে আল্লাহ বলেছেন-
“আর আমরা মুসার মায়ের কাছে অনুপ্রেরণা দিলাম এই বলে – একে দুগ্ধপান করাও; তারপর যখন তার সম্বন্ধে আশংকা করো তখন তাকে পানিতে
ভাসিয়ে দাও, আর ভয় করো না, দুঃখও করো না । নিঃসন্দেহে আমরা তাকে ফিরিয়ে দিব তোমার কাছে , আর তাকে গড়ে তুলবো রাসুলগণের
একজন করে। “ – [আল-কাসাসঃ ০৭]